Home Sports করোনা পরবর্তী বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চাম্পিয়ানশীপ

করোনা পরবর্তী বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চাম্পিয়ানশীপ

by Shuvo Dey
0 comment

তারুণ্য নির্ভর সমৃদ্ধ এক দেশের নাম বাংলাদেশ। তারুন্যেই শক্তি আর এই তরুন সমাজকে আরো সুন্দর, শক্তিশালী এবং উৎপাদনমুখী করে তুলতে প্রতিবছরেই বাংলাদেশ সরকার জননেএী শেখ হাসিনার নির্দেশনায় একটি প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চাম্পিয়ান শীপ এর উদ্যোগ গ্রহন করা হয়েছিল। এরপর থেকে ধারাবাহিক ভাবে এর কার্যক্রম চলমান ছিল। কিন্তু ২০২০-২১ করোনার এক ভয়াবহ সময় পার করার পর আবারো ২০২২ সালে জাঁকজমক পূর্ন ভাবে ফিরে এসেছে বঙ্গবন্ধু আন্ত বিশ্ববিদ্যালয় চাম্পিয়ানশিপ। দেশের প্রায় প্রতিটি প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্পোর্টসপ্রেমীদের আবারো সবার সামনে নিজেকে এবং নিজের স্পোর্টসস্কিল কে তুলে ধরতে পারবে এই বঙ্গবন্ধু চাম্পিয়ানশীপ এর মেঘাইভেন্ট গুলোতে। যেখানে সবাই তার সেরাটা দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করবে। এরই মাজে কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে ২০২২ সালে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যলয় চাম্পিয়ানশীপ এর। ক্যাম্পাস এম্বাসেডর রিক্রুটমেন্ট করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। এবং যারা সেইসব ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে তাদের কে নিয়ে হচ্ছে বিভিন্ন ওয়ার্ককশপ। আর সেইসব ওয়ার্কশপ নিচ্ছেন দেশের নামকর‍া সব মিডিয়া ব্যক্তিত্ব।

You may also like

Leave a Comment