Home Sports ক্রিকেটে টানা দুই ম্যাচ জিতে প্রথম রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ান পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

ক্রিকেটে টানা দুই ম্যাচ জিতে প্রথম রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ান পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

by Md. Nokib Hasan
0 comment

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২ এ পরপর নিজেদের দুই খেলায় জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে ১১ই সেপ্টেম্বর মুখামুখি হয় পুণ্ড্র ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। টস হেরে ব্যাটিং এ নেমে ১০ অভারে দুই উইকেট হারিয়ে ১৫৫ রানের ঝড় ইনিংস উপহার দেন পুণ্ড্র ইউনিভার্সিটির ব্যাটসম্যানরা। দলীয় ৯১ রানে আউট হোন অপেনার আহাদ। ৪টি চার ও ৫টি ছয় মেরে তুলেন ১৯ বলে ৫৩ রান। অন্যদিনে ইনিংসের ২য় অর্ধশতক তুলে নেন আরেক অপেনার মিতাউল ইসলাম মিফতা। মিফতাউল ২৯ বলে ৫টি চার এবং ৪টি ছয় মেরে ৫৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া রাজা ৩টি চার এবং ২টি ছয় মেরে ৯ বলে নেন ২৫ রান। অন্য ব্যাটসম্যান রোকোনুজ্জামান সনি ১৫০ স্টাইক রেটে ৪ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

এদিকে প্রায় সাড়ে ১৫ রানের রান রেটে ব্যাট করতে নেমে ১০ অভারে ৮ উইকেট হারিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর সংগ্রহ ৬২ রান। দলের হয়ে ১১ রান দিয়ে ২টি উইকেট তুলে ম্যাচ সেরা হোন পুণ্ড্র ইউনিভার্সিটির আহাদ। এছাড়াও টিমের প্লেয়ার আবির তুলে নেন ২টি উইকেট এবং রাজা,বাবলা,জিয়া ও তানভীর তুলে নেন ১টি করে উইকেট।

এছাড়া নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ তারিখ সকালে সাউদার্ন ইউনিভার্সিটি এর বিপক্ষেও জয় লাভ করার মাধ্যমে +৯.৩০ রান রেটে “বি” গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ান হয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাদের উভয় ম্যাচ অনুষ্ঠিত হয় ড্যাফোডিল ইউনিভার্সিটি মাঠে।

You may also like

Leave a Comment