ক্রিড়া প্রতিবেদক,রুবাইয়াত
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এ দাবা সিগমেন্টে ৪ দিনের টুর্নামেন্টে দ্বিতীয় দিনেও বাজিমাত করে ইউএপি’র গ্রান্ড মাস্টার সোহানা ইসলাম শ্রাবণী এবং আসাদুজ্জামান শাওন।
প্রথম দিনে সোহানা ইসলাম শ্রাবণী’র প্রতিপক্ষ ছিল নটারডেম ইউনিভার্সিটি। সেখানে নিজ ভার্সিটির হয়ে ৪০ মিনিটের ম্যাচে (১-০) পয়েন্টে বিজয়ী হয় শ্রাবণী।অপরদিকে মেইল দাবায় আসাদুজ্জামান শাওন এর প্রতিপক্ষ ছিল নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রায় ২ ঘন্টা হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যদিয়ে ড্র করেন শাওন(০.৫-০.৫)।
শ্রাবনী নটারডেম ইউনিভার্সিটির সঙ্গে বিজয়ী হলেও পরবর্তী ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের কাছে হেরে যান।শেষ রাউন্ড এ শাওন হেরে যান প্রতিপক্ষ শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে।
এখানেই খেলা শেষ নয়, দাবার দ্বিতীয় দিনে ৩য় রাউন্ডে আবারও বাজিমাত করেন ইউএপির গ্র্যান্ডমাস্টার সোহানা ইসলাম শ্রাবণী এবং আসাদুজ্জামান শাওন। ৩য় রাউন্ডেই বিজয়ী হন শ্রাবণী এবং শাওন। এসময় দুইজনেরই প্রতিপক্ষ ছিল আহসানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শ্রাবণীর প্রথম টুর্নামেন্ট এর সাথে এই টুর্নামেন্টের পয়েন্ট যুক্ত হয়ে পয়েন্ট হয় ২।আর শাওনের হয় ১.৫।
৪র্থ রাউন্ডে ফিমেইল দাবারু শ্রাবণী তার প্রতিপক্ষ খুলনা বিশ্ববিদ্যালয় এর কাছে হেরে যায়। অপরদিকে মেইল দাবারু শাওন তার বিজয়ী হাসি ধরে রাখেন
এক্ষেত্রে প্রতিপক্ষ ছিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।দ্বিতীয় রাউন্ডে শাওনের যুক্ত হয় আরও ১ পয়েন্ট।
পরিশেষে ফিমেইল দাবারু’র পয়েন্ট ২ এবং মেইল দাবারু’র পয়েন্ট ২.৫।
জানা গেছে ১৩ সেপ্টেম্বর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশেই দাবা সিগমেন্টের তৃতীয় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য এই ৪ দিনের টুর্নামেন্টে ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বশেষ এ পয়েন্ট অনুযায়ী বিজয়ী দলের ঘোষণা করা হবে।