বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বস্তরের শিক্ষাকে দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে সকল স্তরের জনগনের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ঢাকার অদূরে গাজীপুরে প্রতিষ্ঠিত হয়েছে।[মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ” কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, সারাদেশের ১২৫ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০০ শিক্ষার্থীর সম্মিলিত অংশগ্রহণে আগামী ৯ই সেপ্টেম্বর হতে শুরু যাচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের এর ৩য় আসরের প্রতিযোগিতা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পিছিয়ে নেই ৷ আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহন করছে ৷ স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি BSC IN CSE, B.Sc (Hons) in Food Science and Nutrition, LLB (Honours)সহ অনন্য ডিপার্টমেন্ট খেলার জন্য মুখিয়ে আছে।