Home Sports বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়

by Hamim Hossain Reaz
0 comment

“বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ” কে প্রতিপাদ্য ধরে যুব ও ক্রীড়া মন্রনালয় এর অধীনে বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের এর তৃতীয় আসরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর হাতিরঝিলে ম্যারাথন আর সাইক্লিং প্রতিযোগিতার মধ্য দিয়ে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। করোনা পরবর্তী সময়ে আনন্দ আর উল্লাসে আবারো মুখরিত হবে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন।

এবারের আসরের অংশগ্রহণকারী প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে আসরে নিজেদের সেরাটা প্রমাণ করার জন্য। তার ব্যতিক্রম নয় বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। নিজেদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে ইতিমধ্যে সেরা খেলোয়াড় বাছাই করে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব।

আর এ বিষয়ে জানতে চাইলে গেম ম্যানেজমেন্ট অ্যাম্বাসেডর মো. ফাহাদ বিন করিম এই প্রতিবেদককে জানান, বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র স্পেশালাইজড মেরিটাইম বিশ্ববিদ্যালয়। পড়ালেখার পাশাপাশি এ বিশ্ববিদ্যালয় খেলাধুলার ব্যাপারে ব্যাপক উৎসাহী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা বছরে বিভিন্ন খেলাধুলা বিষয়ক কর্মকাণ্ডে দেশব্যাপী অংশগ্রহণ করে থাকে। বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পস এর ২০২০ সালের ২য় আসরে আমরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইত্যাদি সহ মোট ৮টি ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম। তারই ধারাবাহিকতায় এবছরের আসরে আমরা টুর্নামেন্ট টিতে আবারো অংশগ্রহণ করেছি। টুর্নামেন্টের আসরে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুধু ছেলেরা অংশগ্রহণ করলেও এবারের আসরে আমাদের বিশ্ববিদ্যালয়ের এবং মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমাদের বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের সম্মানিত পরিচালক এবং সহকারী পরিচালকের আন্তরিক সহযোগিতায় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত কয়েকজন খেলোয়াড় টুর্নামেন্টে খেলার জন্য নির্বাচিত করতে পেরেছি। এবারের আসর নিয়ে আমাদের প্রত্যেক খেলোয়াড় খুব উচ্ছ্বসিত। বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পস ২০২২ এর মতো এতো বড় আসরে অংশগ্রহণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া মনোভাবকে উজ্জীবিত করবে। টুর্নামেন্টে সফল অর্জনের লক্ষ্যে তারা অংশগ্রহণ করছে এবং ভালো ফলাফলের জন্য প্রত্যেকেই আশাবাদী।

You may also like

Leave a Comment