Home Basketball বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য রওয়ানা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য রওয়ানা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল

by Fahmid Haque Deepto
0 comment

চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্বকারী একমাত্র দল ‘‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল’’ ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হলো।

প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রয়েছে গ্রুপ ‘বি’ তে, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়। গ্রুপ পর্বে প্রতিটি দল ২টি করে ম্যাচ খেলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫/০৯/২০২২ তারিখে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে সকাল ১০টা ১৫ মিনিটে। এরপরের দিন অর্থাৎ ২৬/০৯/২০২২ তারিখে গ্রুপ পর্বের ২য় ও শেষ ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সকাল ১০টা ১৫ মিনিটে।

গ্রুপ পর্ব শেষে কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে শুরু হবে নক-আউট পর্ব। কোয়ার্টার ফাইনাল শুরু হবে ২৮/০৯/২০২২ তারিখ যেখানে গ্রুপ পর্বের সেরা ৮ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপরে ২৯/০৯/২০২২ তারিখ শুরু হবে সেমিফাইনাল। যেখানে কোয়ার্টার ফাইনাল জেতা ৪টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
০২/১০/২০২২ তারিখ অনুষ্ঠিত হবে ৩য় স্থান নির্ধারণী ম্যাচ এবং একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে নির্ধারণ হয়ে যাবে কোন দল হচ্ছে ৩য় আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ।
নক-আউট পর্বের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে।

চবি বাস্কেটবল দলের সদস্যরা হলো : কাওসার
একরাম, রাহুল, কাইয়ুম, সেতু, তানভীর, রিদয়, রুশো, সজিব, পাশা।
দলের কোচের দায়িত্ব পালন করবেন চবি শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক এবং ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের গেস্ট টিচার জনাব মোঃ রাশেদ বিন আমিন চৌধুরী। পাশাপাশি দলের ম্যানেজার হিসেবে আছেন ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের গেস্ট টিচার জনাব মোঃ নজরুল ইসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলের জন্য শুভকামনা রইলো।

You may also like

Leave a Comment