বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ: দাবায় তৃতীয় জাবির আলমগীর
আরিফুজ্জামান উজ্জল, জাবি
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দাবা প্রতিযোগিতায় আট রাউন্ড শেষে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী মো. আলমগীর হোসেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) এ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
মো. আলমগীর হোসেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চতুর্থ বর্ষের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী। তিনি জাবি দাবা ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের অনতা চৌধুরী এবং দ্বিতীয় স্থান লাভ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অমিত বিক্রম রায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
উল্লেখ্য, গত শুক্রবার মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এবারের আসরে দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ নিচ্ছেন।