বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের বাস্কেটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাস্কেটবল দল।
রবিবার (০২ অক্টোবর) বিকাল চারটায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কাছে ৭৪-৬২ পয়েন্টে পরাজিত হয় তারা।
জানা যায়, বাস্কেটবল প্রতিযোগিতার নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ফাইনালে তারা পরাজিত করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির সদস্য সচিব এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।
এ বছর প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ২২টি এবং নারী বিভাগে ১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। দলকে চ্যাম্পিয়ন করতে অসামান্য অবদান রাখায় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ক্রিস্টোফার গনজালভেস।
উল্লেখ্য, মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এবারের আসরে দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে সাত হাজারেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ নিচ্ছেন।