Home Sports মেয়েদের সাইক্লিংয়ে দ্বিতীয় জাবির শাজ-ই-জাহান, উপাচার্যের অভিনন্দন

মেয়েদের সাইক্লিংয়ে দ্বিতীয় জাবির শাজ-ই-জাহান, উপাচার্যের অভিনন্দন

0 comment

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাজ-ই-জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার হাতিরঝিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এ সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ১ম সেমিস্টারের শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার। এছাড়া তৃতীয় স্থান লাভ করেছেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উম্মে হাসনাত রুমকী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

এদিকে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় শাজ-ই-জাহানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম।

উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, সাইক্লিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে শাজ-ই-জাহান বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গৌরব বৃদ্ধি করেছেন। আমি শাজ-ই-জাহানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

এর আগে, শুক্রবার সকালে এবারের আসর উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় চ্যাম্পিয়নশিপের সাংগঠনিক কমিটির সভাপতি নাহিম রাজ্জাক এমপি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সাংগঠনিক কমিটির সদস্য সচিব মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে দেশের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ নিচ্ছেন।

You may also like

Leave a Comment