সাইক্লিং শুরু হবার কিছু মুহূর্ত আগেই টায়ার লিক! তা ঠিক করতেই ব্যাস্ত ছিল ইউএপি টিম। কিছুক্ষনের মধ্যে সব ঠিক করেই মানসিকভাবে সবল থেকেই সাইক্লিং রেইস এ নেমে গেল ইউএপির মহিউদ্দিন রিফাত। সাইকেল নিয়ন্ত্রনের গুরুত্বপুর্ন পার্ট ব্রেকিং প্যাডের কিছু সমস্যা নিয়েও সাইক্লিং প্রতিযোগিতায় সকল প্রতিযোগীর মধ্যে নিজেকে সপ্তম স্থানে নিয়ে এসেছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (ইউএপি)’র মহিউদ্দিন রিফাত।
৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে হাতিরঝিলে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ৩য় আসর এর ম্যারাথন ও সাইক্লিং অনুষ্ঠিত হয়।এবারের অনুষ্ঠান উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী এম এ মান্নান।
এবারের সাইক্লিং এ ছেলে এবং মেয়েদের জন্য ছিল সুব্যাবস্থা।প্রথমে মেয়েদের সাইক্লিং এর মাধ্যমেই এর যাত্রা শুরু হয়।মেয়েদের সাইক্লিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন গণবিশ্ববিদ্যালয়ের স্নিগ্ধা আক্তার, দ্বিতীয় হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাথী জাহান।তৃতীয় হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উম্মে হাফসা রুমকি।
ছেলেদের সাইক্লিং এ চ্যাম্পিয়ন হয়েছেন ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে র নোবেল দে,দ্বিতীয় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ উমর আল ফয়সাল, তৃতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ স্কর্লাস এর তাম্মাত বিন খায়ের।সপ্তম পর্যায়ে আছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের মহিউদ্দিন রিফাত।