তানভীর আহম্মেদঃ তৃতীয় বারের মতো শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২২ এ শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। হট ফেবারিট হিসবেই ছেলেদের ফুটবল এবং মেয়েদের ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবলে এবারের আসর শুরু করতে যাচ্ছে খেলাধুলায় সেরা প্রতিষ্ঠানটি।
খেলাধুলায় গণ বিশ্ববিদ্যালয়ে কেন সেরা সেটা তাঁদের সাফল্য গুলোর দিকে তাকালেই বুঝা যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে প্রথমবারের মতো আয়োজিত হওয়া বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস- ২০১৯ এ গণ বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়ে উভয় দল মোট ১০ টি ইভেন্টের ৭টি তে অংশ গ্রহণ করে ৪ টি ইভেন্টে সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ৩টি ইভেন্টে শুধু মেয়েরাই। এই ইভেন্ট গুলোর মধ্যে সেরা সাফল্য ফুটবলে। কেননা, প্রথম আসরেই নারীও পুরুষ উভয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও ক্রিকেট ও হ্যান্ডবলে নারী দল চ্যাম্পিয়ন হয়।
২য় আসর শুরু হতে না হতেই মহামারী করোনার থাবায় স্থগিত হয়ে যায় শিক্ষার্থীদের জন্য অনন্য বৃহৎ আয়োজনটি। ২০২০ সালে আয়োজিত আসরটিতে শুধুমাত্র সাইক্লিং ও ম্যারাথনের ফাইনাল অনুষ্ঠিত হয়।ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন শুরু হলেও শেষটা আর হয়নি। তবে, মেয়েদের হ্যান্ডবলের ফাইনালে উঠেছিল গণবিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। টেবিল টেনিসেও ছেলে ও মেয়েদের একক, দলীয় ও মিশ্র দ্বৈতে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। তাই, এবারের তৃতীয় আসর যেন গণ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন।
ইতিমধ্যেই ৩য় আসরে দল ঘোষণা করেছে বংশী নদীর তীরের ক্যাম্পাসটি। ছেলেদের দলীয় ইভেন্টে ফুটবল, কাবাডি, ভলিবল এবং মেয়েদের দলীয় ইভেন্ট ফুটবল, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল এবং ক্রিকেটে ১২৫ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭হাজার প্রতোযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে গ্রাম-শহরে মিশ্র পরিবেশে থাকা প্রতিষ্ঠানটি। এছাড়া,
একক ইভেন্টে সাইক্লিং (নারী) অ্যাথলেটিক্স (নারী, পুরুষ) এবং সুইমিংয়ে (নারী) লড়াই করবে।
ম্যারাথন ও সাইক্লিং এর মাধ্যমে শুরু হওয়া আজকের উদ্বোধনী খেলায় সাইক্লিং ইভেন্টে বাংলা বিভাগের ২৮ তম ব্যাচের মো. সোহাগ আলী, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ২৫ তম ব্যাচের স্নিগ্ধা আক্তার প্রতিযোগিতায় অংশ নিবেন। এবং এথলেট হিসেবে অংশ নিবেন রাজনীতি ও প্রশাসন বিভাগ ২য় সেমিস্টারের এহসানুল হক।