Home Sports ১৭ কিলোমিটার ম্যারাথনে জগন্নাথের এথলেটদের অবস্থান ১৬তম

১৭ কিলোমিটার ম্যারাথনে জগন্নাথের এথলেটদের অবস্থান ১৬তম

by Shuvo Dey
0 comment

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চাম্পিয়ানশীপ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীদের কাছে এক ব্যাপক আনন্দ উৎসাহ এবং উদ্দীপনার ক্রীড়া মঞ্চ। যেই ক্রীড়া মঞ্চে মুখোমুখি হয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা। যেখানে তারা তাদের শ্রেষ্ঠত্ব জাহির করে এবং একই সাথে তারা নিজের এবং নিজের বিশ্ববিদ্যালয়কে সবার সামনে তুলে ধরে। এই ক্রীড়া মঞ্চ প্রতিটি ক্রীড়া প্রেমিকদের কাছে এক আবেগ এবং ভালোবাসার জায়গা। প্রতিটি বারের ন্যায় এইবারে ও মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চাম্পিয়ানশীপ। যেখানে পুরান ঢাকার অন্যতম পাবলিক বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও প্রতিবারের ন্যায় এবারে ও অংশগ্রহন করেছে বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ্যালয় স্পোর্টস প্রতিযোগিতায়। যেখানে ১৭ কি:মি: ম্যারাথনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি এথলেট দের অবস্হান ১৬ তম। এবং অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ১০৫। অভিনন্দন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল এথলেটবৃন্দকে।

You may also like

Leave a Comment