Home TournamentsBangabandhu Inter University Sports Championship বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতেই মুখিয়ে আছে ইউল্যাব

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতেই মুখিয়ে আছে ইউল্যাব

by Md. Mahmudul Hasan Sajib
0 comment
দেশের ক্রীড়াঙ্গনকে আরো একবার উজ্জ্বল করার লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর৷ যুব সম্প্রদায়কে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত করতে বড়সড় ভূমিকা রেখে চলেছে এই প্রতিযোগীতাটি৷ ইতোমধ্যে সফলভাবে দুটি আসর সম্পন্ন করে তৃতীয় আসরের ঘন্টা বাজিয়েছে আয়োজক কমিটি৷ প্রতিবার দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহনের মাধ্যমে প্রতিযোগীতাটি হয়ে থাকে৷ অন্যান্য বারের মতো এবারো সেই ধারা অব্যহত থাকছে৷
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রাজধানীর অন্যতম সেরা বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)ও সক্রিয়ভাবে এই প্রতিযোগীতায় অংশগ্রহন করছে৷ ইতোমধ্যে ইনডোর ও আউটডোরের দলগুলো তাদের অনুশীলন শুরু করে দিয়েছে উক্ত প্রতিযোগীতাটির জন্য।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলামুখী করতে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউল্যাব৷ যা ইতোমধ্যে দেশে-বিদেশে তাদের বিভিন্ন কার্যক্রমে প্রশংসিত হয়েছে৷
বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের তৃতীয় আসরে ইউল্যাবের খেলোয়াড়দের প্রস্তুতি সম্পর্কে জানতে গতকাল  ক্যাম্পাস ঘুরে খোঁজ খবর নিয়েছেন এ ক্যাম্পাসের শিক্ষার্থী এবং সাংবাদিকতা বিভাগের ক্যাম্পাস এ্যাম্বাসেডর মোঃ মাহমুদুল হাসান সজিব৷ এবারের আসরে ইউল্যাবের ইনডোর ও আউটডোর হতে বেশ কয়েকটি দল অংশগ্রহন করছে৷ ইউল্যাবের ইনডোর ক্লাবের প্রেসিডেন্ট মাহিন মোশাররফ জানিয়েছেন তাদের প্রস্তুতির কথা৷ তিনি বলেন ” এবার ইউল্যাবের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস দল চ্যাম্পিয়ন হতেই প্রস্তুতি নিচ্ছ। আমরা ইতোমধ্যে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছি৷ আশা করছি খুব ভালো দল নিয়ে গ্যালারি মাতাবে ইউল্যাবের ইনডোরের দলগুলো”।  অন্যদিকে ইউল্যাবের আউটডোর গেমসের মধ্যে শুধুমাত্র ক্রিকেট ও ফুটবল দলই অংশগ্রহন করছে বলে জানিয়েছেন ইউল্যাবের আউটডোর গেমসের এক্সটার্নাল ম্যানেজার তৌফিক আজিজ৷ তিনি বলেন, “আমরা ক্রিকেটে সবসময়ই সেরা দল গঠনের চেষ্টা করি৷ এবারও সেটা অব্যহত থাকবে৷ চ্যাম্পিয়ন হতে মুখিয়ে আছে ক্রিকেটাররা৷ মাঠেই দেখা যাবে প্রস্তুতির ফলাফল৷ এছাড়া ফুটবল দলও বেশ সক্রিয়৷ তারা নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে৷ আশা করছি আউটডোরের দলগুলো খুব ভালো কিছু করতে সক্ষম হবে৷ ” অন্যদিকে ইউল্যাবের শিক্ষার্থীরাও এই প্রতিযোগীতা দেখার অপেক্ষায় আছে৷ তাদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাসের ছাপ৷ নিজেদের দলকে মাঠে বসে সাপোর্ট করতে  প্রহর গুনছেন ইউল্যাবের এ শিক্ষার্থীরা
 
মোঃ মাহমুদুল হাসান সজিব
ক্যাম্পাস এ্যাম্বাসেডর, ইউল্যাব৷ 

You may also like

Leave a Comment