Home Sports জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২২

by Shuvo Dey
0 comment

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবচেয়ে ছোট। কিন্তু ছোট এই ক্যাম্পাসটা ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন অনুষদ আর ফ্যাকালটি। আর সেইসব ফ্যাকালটির মেধাবী শিক্ষাথীরা মেধার স্বাক্ষর রেখেছে এবং রেখে চলছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে। খেলাধুলা তেও এক গৌরব উজ্জ্বল ইতিহাস আছে মাএ ১৫ বছরের প্রতিষ্ঠিত হওয়া এই পাবলিক বিশ্ববিদ্যালয়টির। ক্রিকেট ফুটবল সহ আর ও বিভিন্ন আউটডোর খেলায় মুখরিত থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের একমাএ খেলার মাঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ধূপখোলা মাঠ যখন ছিল তখন বিশ্ববিদ্যালয়ের বাসে করেই বিভিন্ন অনুষদের শিক্ষাথীরা খেলতে যেতো। কিন্তু বর্তমানে মাঠটি ঢাকা দক্ষিন সি্টি কর্পোরেশন তাদের মেঘা প্রজেক্ট এর কাজ এর জন্য নিয়ে নিয়েছে। তাই আগের মতো উল্লাস না থাকলেও খেলাধুলা গুলো এখন ও চলমান এই ছোট ক্যাম্পাসটিতে । আর এরিই ধারাবাহিকতা এই ৪র্থ আন্তঃ বিভাগ ভলিবল প্রতিযোগিতা যেখানে প্রতিটি অনুষদের শিক্ষাথীরা খুব উল্লাসের সাথে পার্টিসিপেট করেছে। খেলার প্রথম দিনে প্রারম্ভিক ভাষনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি ডাঃ মো ইমদাদুল হক বলেছেন বাকি সব খেলাধুলার আয়োজন হবে নতুন ক্যাম্পাসে। যেখানে প্রতিটি শিক্ষাথীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন করে খেলা খেলতে যাবে এবং খেলা শেষে ওই পরিবহন করেই বিশ্ববিদ্যালয়ে আসবে।

You may also like

Leave a Comment